ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫

চকরিয়ায় জমজম হাসপাতালের সেবা মাস শুরু

আলোকিত চকরিয়া ডেস্ক -
অক্টোবর ৮, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের চকরিয়ায় জমজম হাসপাতালের সেবা মাস ২০২৫ এর উদ্বোধন হয়েছে।রোগীদের জন্য সবধরনের চিকিৎসাখাতে বিশেষ ছাড়ে সেবা মাস হিসেবেই এর উদ্বোধন করা হয়েছে।বুধবার ৮ অক্টোবর দুপুরে এ উপলক্ষে হাসপাতাল মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব হাসপাতালের সেবামাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সেবা মাসের উদ্বোধনী বক্তব্য রাখেন হাসপাতালের সিইও মোঃ গোলাম কবির। সভাপতিত্ব করেন হাসপাতালের এমডি মৌলভি আব্দুল করিম। অন্যদের উপস্থিত ছিলেন ডাক্তার ফয়জুর রহমান, ডাক্তার নাসিমা আক্তার, ডাক্তার জাহিদুল ইসলাম খান, হাসপাতালের পরিচালক এহসানুল আনোয়ার, সিরাজুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।