ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫

চকরিয়া থানার ওসি সহ পুলিশ টিম পেল আইজিপি পুরস্কার

আলোকিত চকরিয়া ডেস্ক -
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

মহাসড়কের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ফাঁসিয়াখালী বনাঞ্চল এলাকায় সংঘটিত ডাকাতি ও মোটরসাইকেল আরোহী যুবক মাহমুদউল হক খুনের ঘটনায় ৩ দিনে রহস্য উদঘাটন ও জড়িত ডাকাতদের দুজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধারে ভুমিকায় পুলিশের আইজিপি পুরস্কার পেলেন চকরিয়া সদর সার্কেলের এএসপি ও চকরিয়া থানার ওসি সহ সঙ্গীয় পুলিশ টিম। সোমবার ২২ সেপ্টেম্বর সকালে কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন তাঁর কার্যালয়ে পুলিশের আইজিপি কতৃক চকরিয়া থানা পুলিশকে দেয়া পুরস্কার নগদ ১ লাখ টাকা এএসপি অভিজিৎ দাশ ও ওসি তৌহিদুল আনোয়ারের হাতে তুলে দিয়েছেন। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে মহাসড়কের ফাঁসিয়খালী-মালুমঘাট বনাঞ্চলের ঢালায় ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত ডাকাতদলের ৩ ডাকাতকে আলামত সহ গ্রেফতার করে এএসপি অভিজিৎ দাশ ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ও সঙ্গীয় পুলিশ ফোর্স। ১৯ সেপ্টেম্বর নিহতের বাবা বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা রুজু করেন।
পরে থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার ডাকাতদের গ্রেফতার করে।চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দিও দিয়েছে তারা। এ সুত্রধরে এএসপি ও ওসির নেতৃত্বে পুলিশ টিম লামা উপজেলার ইয়াংছা এলাকায় অভিযান চালিয়ে ২ ডাকাতকে মালামাল সহ গ্রেফতার করে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।