ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫

চকরিয়া বরইতলীর প্রবীণ মুরব্বি ডাক্তার আব্দুল হালিম মারা গেছেন

আলোকিত চকরিয়া ডেস্ক -
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা ডাক্তার আব্দুল হালিম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। মরহুমের নামাজে জানাজা রবিবার ২১ সেপ্টেম্বর বিকাল ৫ টায় উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপস্থিতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসাইন, কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএইচএম সালাহউদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনচারুল ইসলাম চৌধুরী বাবুল মিয়া, চকরিয়া- পেকুয়া আসনের এমপি প্রার্থী জামায়াত নেতা মোঃ আবদুল্লাহ আল ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, আরিফুর রহমান চৌধুরী মানিক ও বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রমুখ। হাজারও মানুষের উপস্থিতিতে নামাজে জানাজায় ইমামতি করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমকে দাপন করা হয়। জানাযা শেষে মাননীয় ধর্ম উপদেষ্টাসহ অন্যরা ডা. আব্দুল হালিমের বাসায় গিয়ে মরহুমের স্বজনদের সাথে সাক্ষাৎ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।