ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫

চকরিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ১ উদ্ধার ১

চকরিয়া প্রতিনিধি ( দক্ষিণ )
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

চকরিয়ায় অপহৃত নারীকে উদ্ধার করে  অপহরণকারী দলের অভিযুক্ত রমজান আলী (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ । বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পূর্ব রিজার্ভপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার সাথে থাকা একটি দেশীয় বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, মালুমঘাট পূর্বপাড়ার একটি ঘরে এক নারীকে  আটকে রাখা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত রমজান আলীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, অপহরণের অভিযোগে অভিযান চালানো হয়েছে। রমজান আলী নামে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর ২জনকে গ্রেপ্তারে অভিযানও চলছে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।