ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়া

চট্টগ্রাম প্রতিনিধি-
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩। বুধবার (১৭ সেপ্টেম্বর) এই মহড়া শুরু হয়। এটি চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ বিমান বাহিনীর মিডিয়া বিভাগ জানিয়েছে, যৌথ মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে বিমান। এতে বাংলাদেশের ১৫০ জন এবং যুক্তরাষ্ট্রের ৯২ জন সামরিক সদস্য অংশ নিচ্ছেন। চট্টগ্রামে বিমান বাহিনী ঘাঁটিতে অপারেশন প্যাসিফিক এঞ্জেল পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।