ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫

চকরিয়ায় পুলিশী অভিযান গ্রেপ্তার ৭জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি-
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

চকরিয়ায় বিশেষ অভিয়ান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ । রবিবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন  মো. খোকন (৫৩), শেকাব উদ্দিন(৩২) মো. সাকিব (২০) মো. ভুট্টো (২৬), মো. নুরন্নবী (৪১), আরিফুল হক (৩৫) ও শহিদুল ইসলাম (৪০)। এদের মধ্যে খোকনের বিরুদ্ধে মোট ৭টি মাদক মামলা ছিল যার মধ্যে ২টি মামলায় পৃথকভাবে ৩ বছরের সাজা ও ২ টি মামলায় পরোয়ানা ছিল। খোকন চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সোসাইটি পাড়ার মেহের আলীর ছেলে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিসহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও নিয়মিত মামলার ২ জন আসামিকেও গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে গ্রেপ্তার আসামিদের চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।