ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫

চকরিয়া থানা হাজতে মৃত্যুর কারণে তদন্ত কমিটি

আলোকিত চকোরিয়া ডেস্ক/ পূর্বকোণ
আগস্ট ২৫, ২০২৫ ৩:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

চকরিয়া থানা হাজতে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের রহস্যময় মৃত্যুর কারণ ও কিভাবে মারা গেছে সঠিক তথ্য এখনো উদঘাটন হয়নি। তথ্য উদঘাটনে পুলিশ ও শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। নিহতের পিতা দাবি করেছেন বিচারবিভাগীয় তদন্তের। রবিবার (২৪ আগস্ট) শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তিন সদস্যের কমিটি করা হয়েছে বলে জানানো হয়। পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে অপর দুই সদস্য হলেন,আঞ্চলিক উপপরিচালক (মাধ্যমিক) চট্টগ্রাম অঞ্চল ও চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তিন দিনের মধ্যে ডকুমেন্টস-সহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের। ইতিপূর্বে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক এবং সার্কেল চকরিয়া ও চকরিয়া কোর্টের পুলিশ পরিদর্শককে সদস্য করে পুলিশের পক্ষ থেকে প্রথম কমিটি গঠন করা হয়। এদিকে নিহতের পরিবারকে আইনি সহায়তা দিতে ঢাকা থেকে শালিশী বোর্ডের একটি টিম রবিবার চকরিয়ায় এসেছেন বলে নিহতের পরিবারের সদস্যরা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।