ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫

পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

news
আগস্ট ১৮, ২০২৫ ২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ফটিকছড়িতে বাবার সঙ্গে মাইজভাণ্ডার দরবার শরীফে জিয়ারতে এসে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে জাহিদ হাসান বাবলা (১৩) নামে এক কিশোর। শনিবার (১৭ আগস্ট) দুপুরে বড় রওজার সামনে পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলা কিশোরগঞ্জ জেলার ইটনা থানার আড়ালিয়া গ্রামের তুহিন মিয়ার ছোট ছেলে। হৃদয়বিদারক ঘটনাটি স্মরণ করে বাবা তুহিন মিয়া বলেন, আমি আর বাবলা একসাথে পুকুরে গোসল করছিলাম। তাকে বলেছিলাম তার মাকে ডাকতে। ভেবেছিলাম মা’কে ডাকতে গেছে। চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু কেউ কিছু বুঝতে পারেনি। পরে খুঁজে পুকুরেই তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানিয়ে দেন, আমার বাবলা আর নেই। ক্ষণিকের একটি ভুল বোঝাবুঝি ও অসাবধানতায় নিভে গেল তেরো বছরের এক কিশোরের প্রাণ। বাবা-মায়ের চোখের সামনে সন্তান হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন।  এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, বাবলা পরিবারের সঙ্গে ওরশ শরীফে এসেছিল। সে সাঁতার জানত না। কীভাবে পানিতে পড়ে যায়, পরিবারের কেউ তা বুঝতে পারেনি। পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ না করে মরদেহ নিয়ে নিজেরাই বাড়িতে চলে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।