চকরিয়ার কৃতি ও আলোকিত নারী মিসেস সোহানা মিনা।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইন্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় ইতিমধ্যে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও বন্ধু স্বজন তাকে শুভেচ্ছা ও দোয়ার মাধ্যমে অনুপ্রাণিত করেছেন। সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন। মিনার ফেসবুক টাইমলাইন এ তিনি এমনটিই দাবী করছেন।। তিনি বলেন, গ্রামের সাধারণ এক মেয়ে হয়ে যখন গবেষণার সুবাদে বাংলাদেশ সহ আমেরিকা, জাপান, চায়না, হংকং এর মত বিভিন্ন দেশে নিজকে উপস্থাপন করি তখন আল্লাহর কাছে আপনা- আপনি শুকরিয়া চলে আসে আর আল্লাহর কাছে চাই আমার এ পথ চলা যেন মানুষের এবং দেশের কল্যাণে আসে। এখন ও আমি হংকং এ পিএইচডি রত, যখন বাংলাদেশে যাব তখন ই উক্ত পদে যোগদান করব ইনশাআল্লাহ। সবার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এ দিনে খুব বেশি মিস করতেছি আম্মা-আব্বাকে, চোখে ভাসতেছে আম্মা- আব্বা থাকলে কত খুশি হত। দোয়া করা ছাড়া আর কি আছে!! রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানিস সাগীরা।সবাই দোয়া করবেন। এদিকে সোহানা মিনার আগামীর সফল যাত্রায় আলোকিত চকরিয়া ডট কম এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছেন- সম্পাদক বি এম হাবিব উল্লাহ ও পত্রিকার সকল সত্তরের সাংবাদিক বৃন্দ।।
