ঢাকাশনিবার , ১৭ জানুয়ারি ২০২৬

লামায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ- বনায়নে চেক বিতরণ

মোঃ তৈয়ব আলী, স্টাফ রিপোর্টার, লামা (বান্দরবান)
জানুয়ারি ১৭, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্য হাতির আক্রমনে ক্ষতিগ্রস্থ ও সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় লামা বন বিভাগের রেস্ট হাউজ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক বিতরণ করা হয়।নলামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্থ পরিবার ও সামাজিক বনায়নে উপকারভোগীদের হাতে লভ্যাংশের চেক তুলে দেন, চট্রগ্রাম অঞ্চলের বন সংরক্ষক, ড. মোল্যা রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ, লামা বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাসুদ আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন, লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন, ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান, তৈন রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান, মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেক প্রমূখ। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সামাজিক বনায়নের অংশীদার, বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন জানান, বন বিভাগের উদ্যোগে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ ২১ জনকে ৬ লাখ১৫ হাজার টাকা ও সামাজিক বনায়নে ৫৪ জন উপকারভোগীদের মাঝে ৬৮ লাখ ৭৫ হাজার ৩৫১ টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বন সংরক্ষক, ড. মেল্যা রেজাউল করিম বলেন, হাতি আপনাদের মেহমান। মেহমান এসে ফসল খেয়ে ফেললেও তাদের কোনো ক্ষতি করবেন না। সরকার আপনাদের ফসলের ক্ষতিপূরণ দেবে। কেউ যেন হাতির ক্ষতি না করে।হাতিকে আঘাত না করলে হাতি কখনো মানুষকে আঘাত করেনা। কখনো শুনেছেন বন বিভাগের কোন স্টাফকে বন্য প্রাণী আঘাত করেছে কিনা, হাতি মানুষের জায়গায় আসেনি, আমরা মানুষ হাতির আবাসস্থলে গিয়েছি। পৃথিবীকে মানুষের আবাদযোগ্য রাখতে হলে বন্যপ্রাণী ও পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, সরকারের নির্দেশনায় হাতি সংরক্ষণে বনবিভাগ অত্যন্ত আন্তরিক ও তৎপর রয়েছে। খাবারের খোঁজে হাতিগুলো লোকালয়ে ঢুকছে। হাতি আসা-যাওয়ার ক্ষেত্রে আপনারা বাধা সৃষ্টি করবেন না। হাতির ওপর আক্রমণ করবেন না। প্রয়োজনে সরকারের দায়িত্বরত কর্মকর্তাদের সহযোগিতা নেবেন।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।