টেকনাফে চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় পাঁচ দিনমজুরকে তুলে নিয়ে গেছে অজ্ঞাত অস্ত্রধারীরা। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহারছড়ার দক্ষিণ শিলখালী পাহাড়ের পাদদেশ থেকে অস্ত্রের মুখে তাদেরকে নিয়ে যায়। অপহৃত ৫ দিনমজুর হলেন- আতিউর রহমানের ছেলে মামুন জিয়া (৩৩), মো. ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (৩৫), আবুল কাসিম বৈদ্যের ছেলে পুতিক্ষা (৩৮), মো. হাসানের ছেলে আবু সিদ্দিক (৩২), আয়ুব আলীর ছেলে শাহিন (৩৩)। ৫ জনই বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হাফেজ বলেন, প্রতিদিনের মতো কাজ শেষে ফিরে তারা সন্ধ্যায় দোকানে আড্ডা দিচ্ছিলেন । হঠাৎ পাহাড় থেকে অস্ত্রধারীরা ৫ দিনমজুরকে ধরে নিয়ে যায়। বাহারছড়া তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
