আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনের বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।লামা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌরসভার মেয়র মো: জাবেদ রেজা’কে ৩০০নং সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নের দাবীতে পদযাত্রা কর্মসূচি করেছে বিএনপিসহ বিভিন্ন শ্রেণী পেশার পাহাড়ি বাঙালি মানুষজন। রবিবার (২৩ নভেম্বর) সকালে লামা উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে মনোনয়ন প্রত্যাশী মোঃ জাবেদ রেজার পক্ষে লামা উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক’রা এ কর্মসূচি পালন করেন। শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি লামা পৌর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে লামা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে লামা উপজেলা বিএনপি, সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার পাহাড়ি বাঙালি তৃনমুলের কয়েক হাজার নারী-পুরুষ ব্যানার ফেস্টুন ও ধানের শীষ প্রতীক হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেয়।কর্মসূচিতে বক্তব্য রাখেন, লামা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন, সাবেক মহিলা ভাইস- চেয়ারম্যান শারাবান তহুরা প্রমূখ। এদিকে পদযাত্রা কর্মসূচিতে বক্তব্যরা বলেন, পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এ জনপদের আনাচে-কানাচে ঘুরে বিএনপির তৃনমুলের নেতাকর্মীদের পাশে সবসময় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব পাহাড়ের অসাম্প্রদায়িক নেতা জাবেদ রেজা। মনোনয়ন বঞ্চিত হবার পরও তিনি রাজপথ এবং নেতাকর্মীদের ছেড়ে যায়নি। দল ও পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে জাবেদ রেজা’কে ধানের শীষের।মনোনয়ন দেবার দাবীতে আমরা আজ পাহাড়ি বাঙালি সকলেই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছি।।
