বান্দরবানের লামায় শিক্ষকতা জীবনের ৩৪ বছর শেষে চান্দের গাড়িতে চড়ে অবসরে গেলেন লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষক। প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় সংবর্ধনা। লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক অংথোয়াইহ্লা মার্মা ও জাইতুন্নাহার বেগমের অবসরজনিত বিদায় সংবর্ধনা রোববার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ মোঃ ইমতিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যম ব্যক্তিরা অংশ নেন। এ সময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে সাজানো চাঁন্দের গাড়ির পেছনে পায়ে হেঁটে শ্রদ্ধা পদযাত্রা করে শিক্ষককে বাড়িতে পৌঁছে দেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক গণকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে আবেগঘন পরিবেশে অনেক শিক্ষার্থী চোখের জল ধরে রাখতে পারেননি। সবশেষে সবার মুখেই একটাই কথা—“স্যার, আপনি ছিলেন, আছেন এবং থাকবেন— আমাদের হৃদয়ের মণিকোঠায়।।
