ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫

লামায় ধানের শীষের প্রচারনায় বিএনপি প্রার্থী জেরী

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বান্দরবানের লামা পৌর শহরে স্মরণকালের বিশাল শোডাউন করে প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত বান্দরবান- ৩০০ নং আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরী। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে লামা পৌর বাস টার্মিনাল থেকে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বর সমাবেশ স্থলে এসে মিলিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত কে চূড়ান্ত জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা শুরু করেন স্থানীয় নেতা-কর্মীরা। জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষ প্রতীকের বিভিন্ন ব্যানার-ফ্যাস্টুন হাতে নিয়ে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এ গণমিছিলে অংশ গ্রহন করেন।তাদের শ্লোগানে মূখরিত হয়ে উঠে লামা শহরের রাজপথ। এসময় ধানের শীষের পক্ষে বিশাল শোডাউনে সাচিং প্রু জেরীর সঙ্গে অংশ নেন লামা উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ,ব্যবসায়িক, সাবেক জনপ্রতিনিধি, কষক-শ্রমিক, তরুণ প্রজন্মের যুবক – শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নানা বয়সের হাজার হাজার নারী-পুরুষ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ও ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা পুনর্গঠনের রূপরেখা সম্পর্কেও সাধারণ জনগনকে অবহিত করেন। পরে তিনি নেতাকর্মী ও সাধারণ জনগনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচন
আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করব। দিনব্যাপী এ গণমিছিল ও সমাবেশ কে ঘিরে লামা শহর ছিল উৎসবমূখর পরিবেশ। নেতা কর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠে লামা পৌর এলাকা। আর সাধারণ ভোটারদের মধ্যেও ছিল নির্বাচনের উৎসাহ- উদ্দীপনা।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।