ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫

চকরিয়ায় মারছা বাসের সঙ্গে মাইক্রোর সংঘর্ষে নিহত ৫

আলোকিত চকরিয়া ডেস্ক -
নভেম্বর ৬, ২০২৫ ১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাসের সঙ্গে কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।হতাহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।। নিহতরা হলেন -কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী সাদিয়া হক (২৩), চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা মজুমদার (২৪), লিজা মজুমদার (২৫), রাশেদা শিল্পী (৫০)। আহতরা হলেন, এনামুল হক ও মাইক্রোবাস চালক আমিনুল হক। নিহতরা গুরুতর আহত এনামুল হকের মা, শাশুড়ী, স্ত্রী, ছোটবোন ও শ্যালিকা।। বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দীঘি সেনা ক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।। মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন তখন।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।