ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫

এইচএসসিতেও জিপিএ ৫ ম্যাজিস্ট্রেট হওয়ার আকাঙ্খা যমজ দু বোনের

আলোকিত চকরিয়া ডেস্ক -
অক্টোবর ১৬, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

এইচএসসিতেও জিপিএ-৫ ম্যাজিস্ট্রেট হতে চান যমজ রুবাবা ও রুবাইয়া বাবার সঙ্গে রুবাবা ও রুবাইয়াটাঙ্গাইল: এসএসসির পর এবার এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার যমজ বোন রুবাবা জামান কথা ও রুবাইয়া জামান মিথি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, তারা এবার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন। কথা ও মিথি ২০২৩ সালে মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর সরকারি এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়ে সব বিষয়ে জিপিএ-৫ পান।রুবাবা জামান কথা ও রুবাইয়া জামান মিথি উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের ব্যবসায়ী মো. কামরুজ্জামান খোকন ও গৃহিণী মাহমুদা জামানের মেয়ে। তারা দুজন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছিলেন।কামরুজ্জামান ফোনে বলেন, মেয়েদের এমন সাফল্যে আমিসহ আমাদের পরিবারের সবাই আনন্দিত।আমি আমাদের মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করি। রুবাবা জামান কথা ও রুবাইয়া জামান মিথি বলেন, আমাদের এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক, মা-বাবা, নানা-নানির অবদান সবচেয়ে বেশি। আমরা দুই বোন ভবিষ্যতে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি করতে চাই। আমরা ম্যাজিস্ট্রেট হতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। কথা ও মিথির নানা, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকী বলেন, আমার যমজ দুই নাতনি খুবই শান্ত, মেধাবী ও কঠোর পরিশ্রমী। তাদের সাফল্য পরিবারের সবাইকে মুগ্ধ করেছে। তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও সফলতার স্বাক্ষর রাখছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।