ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

news
অক্টোবর ১৫, ২০২৫ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফটিকছড়িতে পুকুরে ডুবে নিহা আক্তার (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধামারখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহা ওই এলাকার জামাল উদ্দিনের মেয়ে। নিহতের মামা শহীদুল আলম জানান, বিকেলে বাড়ির উঠোনে খেলছিল ছোট্ট নিহা। এ সময় তার বাবা ঘাস কাটতে পুকুরপাড়ে গেলে সে পিছু নেয়। বাবা বুঝতে পারেননি শিশু মেয়েটি তার পেছনে এসেছে। এক পর্যায়ে অসাবধানতাবশত নিহা পুকুরে পড়ে যায়। পরে মা শিশুকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিহাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য জহির উদ্দিন আজম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।