ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫

সাংবাদিক পরিচয়ে দিন দুপুরে ডাকাতি

আলোকিত চকোরিয়া ডেস্ক/ পূর্বকোণ
অক্টোবর ১১, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর খুলশীর একটি বাড়িতে সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে বৃদ্ধা ও তার গৃহকর্মীদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ও নতুন কেনা একটি টয়োটা গাড়ি নিয়ে যায়। পরে শুক্রবার  (১০ অক্টোবর ) সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হয়। বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, দুপুরে প্রায় ১২-১৩ জন অজ্ঞাত ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে ভবনে প্রবেশ করেন। তারা গৃহকর্ত্রী আমিনা আহমেদের বাসার সন্ধান চান। পরে জোরপূর্বক বাসায় ঢুকে সবার মোবাইল ফোন ছিনিয়ে নেন। বাসায় অবৈধ জিনিস আছে বলে তল্লাশি শুরু করে। তাদের জিম্মি করে স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা নিয়ে নেয়। একপর্যায়ে বাসার নিচে থাকা সদ্য কেনা টয়োটা করোলা প্রাইভেট কারটি তল্লাশি করা হবে বলে গৃহকর্মীকে নিচে নিয়ে যায়। গাড়ির চাবি কেড়ে নিয়ে গাড়িটিসহ জিনিসপত্র নিয়ে তারা পালিয়ে যায়। আমিরুল ইসলাম আরও বলেন, জুমার নামাজের সময় ভবনটি পুরুষশূন্য ছিল। গৃহকর্ত্রীর সন্তানরা বিদেশে থাকায় তিনি গৃহকর্মীদের সাথে নিয়ে থাকতেন। ঘটনার পর খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।