ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫

স্ত্রীর দুঃখ সইলনা প্রানে স্ট্রোকে মৃত্যু স্বামীর

আলোকিত চকরিয়া ডেস্ক-পূর্বকোণ
অক্টোবর ৯, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্ত্রীর চাকরি চলে যাওয়ার আঘাত সহ্য করতে না পেরে স্ট্রোকে মারা গেছেন লিটন দাশ (৪৮) নামের এক ব্যক্তি। বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত লিটন দাশের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তিনি স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে পটিয়া পৌরসভার সুচক্রীদন্ডী এলাকায় বসবাস করছিলেন। তার বাবার নাম সুবিমল দাশ।স্থানীয় সূত্রে জানা গেছে, লিটনের স্ত্রী অপর্ণা দত্ত ইসলামী ব্যাংকের ঢাকা ধনিয়াপাড়া শাখায় সহকারী অফিসার (ক্যাশ) পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন। গত রবিবার (৫ অক্টোবর) হঠাৎ করে তাকে চাকরি থেকে টার্মিনেশন লেটার দেওয়া হয়। অপর্ণা দত্ত বিষয়টি প্রথমে পরিবারের কাছ থেকে গোপন রাখেন। তবে সোমবার সকালে স্বামীকে সঙ্গে নিয়ে ঢাকায় এসে সত্যিটা জানান।এই কথা শোনার পর থেকেই লিটন মারাত্মক মানসিক চাপে পড়েন। পরদিন মঙ্গলবার দিনভর তিনি অস্থিরতায় ভুগতে থাকেন এবং বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে মুগদা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা জানান—তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের ধারণা, স্ত্রীর আকস্মিক চাকরি হারানোর দুঃখ ও মানসিক চাপই লিটনের মৃত্যুর মূল কারণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।