ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫

চকরিয়া থেকে শিক্ষক কর্তৃক ছাত্রী অপহরণ পরে উখিয়া থেকে উদ্ধার

আলোকিত চকরিয়া ডেস্ক-
অক্টোবর ৮, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৫ম শ্রেণির শিশু ছাত্রী মিমকে অপহরণের একদিন পর উখিয়া থেকে উদ্ধার করেছে র‍্যাব-১৫। সহায়তায় ছিলেন আর্মড পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি । ওই ছাত্রী চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার সাইফুল ইসলামের মেয়ে । জানাগেছে, প্রাইভেট শিক্ষক কর্তৃক মঙ্গলবার বিকালে অপহরণের শিকার হন মিম। পরে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করেন ওই শিক্ষক। এতে ছাত্রীর বাবা সাইফুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে র‍্যাবের সহায়তায় বুধবার বিকালে রোহিঙ্গা ক্যাম্প থেকে মিমকে উদ্ধার করে। এ সময় উখিয়ার হেলাল মেম্বারসহ অনেকে সহায়তা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।