ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫

ফুটপাতেই জন্ম নিল নবজাতক তারপর মায়ের প্রস্থান

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি-
অক্টোবর ৭, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

ভোররাতের নিস্তব্ধতা ভেঙে কান্নার শব্দে চমকে ওঠে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মানুষ। স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখেন, এক নারী ফুটপাতে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই জন্ম নেয় এক কন্যাশিশু। পরে মা ও নবজাতককে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু অল্প সময় পরেই চাঞ্চল্যকর খবর—শিশুর মা নেই! হাসপাতাল থেকে পালিয়ে গেছেন তিনি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, রাত ২টার দিকে স্থানীয়রা হোয়াটসঅ্যাপে খবর দেন। সঙ্গে সঙ্গে মা ও শিশুকে হাসপাতালে পাঠানো হয়। পরে জানা যায়, ওই নারী পালিয়ে গেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে ফুটপাতে জন্ম নেওয়া নবজাতককে ঘিরে এলাকায় এখন মানুষের ভিড়। নাম-পরিচয়হীন এই শিশুটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে মানবিক আলোড়ন। অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। নিলুফা ইয়াসমিন আরও জানান, শিশুটি বর্তমানে সুস্থ আছে। সকাল থেকেই অনেকেই দত্তক নিতে আগ্রহ দেখাচ্ছেন। আমরা ইউএনও স্যারের সঙ্গে কথা বলেছি। যাচাই-বাছাই শেষে একজন দায়িত্ববান ব্যক্তির কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মিটিং শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।