ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫

সেপ্টেম্বর এক মাসেই ৯২ কন্যা ১৩২ নারী নির্যাতনের শিকার

আলোকিত চকোরিয়া ডেস্ক-
অক্টোবর ৬, ২০২৫ ১২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সদ্যবিদায়ী সেপ্টেম্বর মাসে সারাদেশে ৯২ জন কন্যা শিশু ও ১৩২ জন নারীসহ মোট ২২৪ জন নির্যাতনের শিকার হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানুর পাঠানো নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মোট ২২৪ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৩২ জন কন্যা ও ২১ জন নারীসহ মোট ৫৩ জন ধর্ষণের শিকার। এর ভেতরে ২৮ জন কন্যাসহ ৪০ জন ধর্ষণের শিকার, ৪ জন কন্যাসহ ১২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার এবং ধর্ষণের পরে একজন নারী হত্যার শিকার হয়েছেন। এছাড়া, ৯ জন কন্যাসহ ১১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বিভিন্ন কারণে ১৩ জন কন্যা ও ৫১ জন নারীসহ মোট ৬৪ জন হত্যার শিকার হয়েছেন। হত্যাচেষ্টার শিকার হয়েছেন ১ জন কন্যা ও ১ জন নারী। অন্যদিকে ৪ জন কন্যা ও ১৮ জন নারীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। আত্মহত্যার শিকার হয়েছেন ৫ জন কন্যা ও ১০ জন নারীসহ মোট ১৫ জন, এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হন ১ জন। আর যৌন সহিংসতার শিকার হয়েছেন ১৫ জন কন্যা ও ৪ জন নারীসহ মোট ১৯ জন। এর মধ্যে ৯ জন কন্যাসহ ১০ জন যৌন নিপীড়নের শিকার, ৫ জন কন্যাসহ ৬ জন উত্ত্যক্তকরণের শিকার এবং ১ জন কন্যাসহ ৩ জন সাইবার সহিংসতার শিকার হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, এসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ১ জন নারীর এবং অগ্নিদগ্ধের শিকার হয়েছেন ১ জন নারী। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২ জন নারী। ২ জন নারী গৃহকর্মীও নির্যাতনের শিকার হয়েছেন। অপহরণের শিকার হয়েছেন ৫ জন কন্যাসহ ৭ জন এবং অপহরণের চেষ্টা করা হয়েছে আরও ১ জন কন্যাকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২ জন কন্যাসহ ১১ জন। বাল্যবিবাহের শিকার হয়েছেন ১ জন কন্যা এবং বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছে আরও ২ জনকে। যৌতুকের ঘটনা ঘটেছে ৩টি। এর মধ্যে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়েছেন ২ জন এবং যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছেন ১ জন নারী। এছাড়া ২ জন কন্যা ও ৫ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।