ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫

আদালতের সামনে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু!

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি-
অক্টোবর ৬, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের ধর্মপাশায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৬) নামের স্ত্রীর মৃত্যু হয়েছে।সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ছুরিকাঘাতে এ ঘটনা ঘটে। আহত শরীফাকে উদ্ধার করে প্রথমে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারিরীক অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শরীফার স্বামী আক্তার হোসেন ধর্মপাশা সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মির্জার ছেলে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন আঘাত স্বামী আক্তার হোসেনকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।জানা যায়, ৭ বছর আগে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের মৃত রমজান আলী মেয়ে শরীফার সঙ্গে আক্তার হোসেনের বিয়ে হয়। তাদের ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। গত ৮ সেপ্টেম্বর আক্তার হোসেন ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শরীফার মা, দুইবোনসহ আরও তিনজের নামে একটি মামলা করেন। তিনি মামলায় অভিযোগ করেন, শরীফার পরিবারের লোকজন শরীফাকে লুকিয়ে রেখেছে। তাই তাকে পাওয়া যাচ্ছে না। সোমবার সকাল ১০টার দিকে ওই মামলায় হাজিরা দিতে আদালত প্রাঙ্গণে আসেন শরীফা। আর তখনই আক্তার হোসেন স্ত্রী শরীফার পিঠে ছুরিকাঘাত করে। এ সময় আক্তার হোসেন পালিয়ে যেতে চাইলে উপস্থিত লোকজন তাকে আটক পুলিশে সোপর্দ করে।শরীফার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাই বলেন, শরীফা আমাকে জানিয়েছিল যৌতুকের জন্য মারপিঠ করে তার স্বামী তাকে তাড়িয়ে দিয়েছিল। শরীফা গত ১২ জুলাই আক্তার হোসনকে তালাক দিয়েছে। আজ আদালতে হাজিরা দিতে আসলে আক্তার হোসেন তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়েছে।ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী শরীফার মৃত্যু হয়েছে। ঘাতক স্বামী আক্তার হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।