ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫

আদালতে গুগল ইউটিউবের বিরুদ্ধে মামলা করল অভিষেক ঐশ্বরিয়া

আলোকিত চকরিয়া বিনোদন -
অক্টোবর ৩, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ডিপফেক ভিডিওর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। মানহানিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারের অভিযোগে তারা ইউটিউব এবং এর মূল প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই মামলায় গুগল ও সংশ্লিষ্টদের কাছ থেকে ৪৫০,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা, ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে। একই সঙ্গে ডিপফেক ভিডিও শেয়ার ও প্রচারে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন তারা। আদালতে জমা দেওয়া আবেদনে বলা হয়েছে, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে শত শত ভিডিও ছড়ানো হয়েছে, যেখানে এআই-এর মাধ্যমে তাদের মুখ, কণ্ঠস্বর এবং অবয়ব ব্যবহার করে ‘ভয়াবহ’, ‘যৌন উসকানিমূলক’ ও ‘কাল্পনিক’ দৃশ্য তৈরি করা হয়েছে। এসব ভিডিও কনটেন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের ব্যক্তিগত জীবন ও পেশাদার সুনামের মারাত্মক ক্ষতি করছে। আবেদনে উল্লেখ করা হয়, ইউটিউবে এমন ভিডিও রয়েছে যেখানে দেখা যাচ্ছে—‘অভিষেক বচ্চন হঠাৎ কোনো চলচ্চিত্র অভিনেত্রীকে চুম্বন করছেন’, কিংবা ‘ঐশ্বরিয়া রাই বচ্চন ও সালমান খান একসঙ্গে ডিনার করছেন’। এসবই মনগড়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া। তারকা দম্পতির বক্তব্য, এসব কনটেন্ট কেবল তাদের সুনামে আঘাত করছে না, বরং এটি তাদের ব্যক্তিগত গোপনীয়তার মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। তারা এ ধরনের ভিডিও প্রচার বন্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।