রাঙ্গুনিয়া থেকে রাউজানে খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার কচুখাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আনিকা (৪)। সে দুই বোনের মধ্যে ছোট। পিতা আলাউদ্দিনের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেব্বর পাড়ায়। পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আনিকা তার মায়ের সাথে রাউজান কচুখাইনে খালার বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে খেলার এক পর্যায়ে সে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা তাকে খুঁজে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, শিশুটির আকস্মিক মৃত্যুতে খালার বাড়ি ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। স্থানীয়দের মতে, অল্প বয়সী শিশুদের খেলাধূলার সময় বড়দের তদারকি না থাকলে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। তারা এমন দুর্ঘটনা এড়াতে পুকুর ঘাটের চারপাশে সুরক্ষা ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।।
