অসাবধানতায় ঢাকা মগবাজারে ট্রেনে কাটা পড়ে উষা বড়ুয়া (২৮) নামে এক তরুণী প্রাণ হারিয়েছে। সে কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামের বাসিন্দা রতন বড়ুয়ার মেয়ে। গতকাল সকালে রাজধানীর মগবাজার রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঢাকার দুর্ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্বজনেরা জানান, সকালে উষা কর্মস্থলে যাচ্ছিল। কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় অসচেতনতার কারণে সে ট্রেনে কাটা পড়ে। প্রতিবেশী অজয় বড়ুয়া জানায়, উষা ঢাকায় আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা সংস্থা আইসিডিডিআরবিতে ফিল্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিল। এক বছর আগে সে সেখানে যোগ দে। এর আগে উষা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেও চাকরি করত। উষার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
