মহাসড়কের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ফাঁসিয়াখালী বনাঞ্চল এলাকায় সংঘটিত ডাকাতি ও মোটরসাইকেল আরোহী যুবক মাহমুদউল হক খুনের ঘটনায় ৩ দিনে রহস্য উদঘাটন ও জড়িত ডাকাতদের দুজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধারে ভুমিকায় পুলিশের আইজিপি পুরস্কার পেলেন চকরিয়া সদর সার্কেলের এএসপি ও চকরিয়া থানার ওসি সহ সঙ্গীয় পুলিশ টিম। সোমবার ২২ সেপ্টেম্বর সকালে কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন তাঁর কার্যালয়ে পুলিশের আইজিপি কতৃক চকরিয়া থানা পুলিশকে দেয়া পুরস্কার নগদ ১ লাখ টাকা এএসপি অভিজিৎ দাশ ও ওসি তৌহিদুল আনোয়ারের হাতে তুলে দিয়েছেন। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে মহাসড়কের ফাঁসিয়খালী-মালুমঘাট বনাঞ্চলের ঢালায় ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত ডাকাতদলের ৩ ডাকাতকে আলামত সহ গ্রেফতার করে এএসপি অভিজিৎ দাশ ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ও সঙ্গীয় পুলিশ ফোর্স। ১৯ সেপ্টেম্বর নিহতের বাবা বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা রুজু করেন।
পরে থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার ডাকাতদের গ্রেফতার করে।চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দিও দিয়েছে তারা। এ সুত্রধরে এএসপি ও ওসির নেতৃত্বে পুলিশ টিম লামা উপজেলার ইয়াংছা এলাকায় অভিযান চালিয়ে ২ ডাকাতকে মালামাল সহ গ্রেফতার করে।।
