চকরিয়ায় নিউমার্কেটের ছাদের দেয়াল ভেঙে জিহাদ (১৮) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আহত জিহাদের বাড়ি বাঁশখালী উপজেলায়।বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, একজন প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠিয়েছি। কি কারণে নিউমার্কেটের ওয়াল ভেঙেছে তা খতিয়ে দেখা হচ্ছে।নিউমার্কেট ব্যবসায়ী সমিতি নেতা নবী হোছাইন বলেন, পরিকল্পনা ছাড়াই মার্কেটটি নির্মাণ করা হয়েছিল। ভেঙে পড়া অংশে দেখতে পাই লোহার সাথে বাঁশ ও কাঠি ব্যবহার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
