বান্দরবানের লামায় আলহাজ্ব মোঃ আলী মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে, চকরিয়া এভারগ্রীন হাসপাতালের পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) লামা পৌরসভাস্থ এন.জেড একতা মহিলা সমিতির সভা কক্ষে সকাল ৯টায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এভারগ্রীন হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক সাইদুল হক চৌধুরী’র সঞ্চালনায় এই ক্যাম্পের উদ্বোধন করেন, এন.জেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক ও আলহাজ্ব মোঃ আলী মিয়া স্মৃতি ফাউন্ডেশন এর চেয়ারম্যান আনোয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারগ্রীন হাসপাতাল এর চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম বাবুল, এভারগ্রীন হাসপাতালের ডিএমডি মোঃ নজরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, চকরিয়া সাংবাদিক ফোরাম এর সভাপতি বি.এম হাবিব উল্ল্যাহ, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়ব আলী, দৈনিক আজকের বসুন্ধরা স্টাফ রিপোর্টার ও দৈনিক সমুদ্র সৈকত সম্পাদক রেজাউল করিম হৃদয়, চকরিয়া সাংবাদিক ফোরাম এর নির্বাহী সদস্য মোঃ ওমর আলী প্রমূখ। একতা কনফারেন্স রুমে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করা হয়। এ মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক মানুষকে ব্যবস্থাপত্রসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়। চকরিয়া এভারগ্রীন হাসপাতাল মানব সেবার এক মহান লক্ষ্য নিয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে ফ্রি-মেডিক্যাল ক্যাম্প অন্যতম। দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য উন্নত চিকিৎসা সেবা অনেক সময়ই অপ্রাপ্য হয়ে থাকে। স্বাস্থ্য সেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার হলেও অনেক সময় আর্থীক অক্ষমতার কারণে তা অনেকের জন্য অধরা থেকে যায়। এই বাস্তবতা উপলব্ধি করে চকরিয়া এভারগ্রীন হাসপাতাল এর পরিচালনায় আলহাজ্ব মোঃ আলী মিয়া স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে নামমাত্র ৫০ টাকা রেজিষ্ট্রেশন ফির মাধ্যমে সাধারণ রোগীরা দিন ব্যাপি চিকিৎসা সেবা নিয়েছেন।।
