আনোয়ারা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পারকি সমুদ্র সৈকতের কর্ণফুলী টানেলের দুধকুমরা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট আলমগীর রানা বলেন, ৩১ জন রোহিঙ্গা আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আটক ৩১ রোহঙ্গাদের মধ্যে ১৪ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন মো.আমিন (৩৩), ইমাম হোসেন (৩১), রুহুল আমিন (২৮), মোবারক হোসেন (১৮), মো. করিম (৩০), মোহাম্মদ হোসেন (২৫), হুজাইফা (২৬), আনোয়ারা (২৭), উম্মে সালমা (২৪), হাসিনা (৩০), রেহেনা (১৩), রশিদা (৩৩), সুমাইয়া (১৮) ও শহিদা (২৩)।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
