ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারে হামলা ও ভাঙচুর ইউএনও সহ আহত অর্ধশত

কক্সবাজার প্রতিনিধি-
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ দর্শকদের হামলায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী, পুলিশ, র‍্যাব, সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে খেলাটি শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই টিকিট নিয়ে অব্যবস্থাপনা এবং অতিরিক্ত ভিড়ের কারণে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাজার হাজার দর্শক স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে প্রবেশ করতে শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা ইট-পাটকেল ছুড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর যখন খেলা স্থগিতের ঘোষণা দেওয়া হয়, তখন দর্শকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। মাগরিবের নামাজের ঠিক আগ মুহূর্তে তারা গ্যালারি থেকে লোহার নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে নেমে আসেন। এরপর তারা জেলা ক্রীড়া ভবনে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। এই সহিংসতায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিক মিলিয়ে প্রায় অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। পর্যবেক্ষকদের মতে, ৫০ টাকা মূল্যের টিকিট ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত মূল্যে বিক্রি, স্টেডিয়ামের ধারণক্ষমতার বাইরে কালোবাজারি করে কয়েকগুন টিকিট বিক্রি, আয়োজক কমিটির দুর্বল ব্যবস্থাপনা এবং দর্শকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকাই এই ধরনের চরম বিশৃঙ্খলার মূল কারণ।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।