যশোরের অভয়নগর উপজেলায় যশোর-খুলনা মহাসড়কের আলীপুর নামক স্থানে ট্রাকচাপায় চিকিৎসকসহ দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার সময় এ দুঘর্টনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক মো. সাইফুল ইসলাম (৪৫) যশোর কোতয়ালী থানার ঘোপ জেল রোড এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন চিকিৎসক। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। অপর মোটরসাইকেল চালক মো. জাহিদুল ইসলাম রানা (২৪) উপজেলার মহাকাল গ্রামের রাজু ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় যশোর-খুলনা মহসড়ক দিয়ে মো. সাইফুল ইসলাম ও জাহিদুল ইসলাম মোটর সাইকেল চালিয়ে খুলনার দিকে যাচ্ছিলেন। আলীপুর নামক স্থানে মোটরসাইকেল দুটি পৌছালে পিছন থেকে খুলনাগামী দ্রুত গতির একটি ট্রাক ধাক্কা দিলে মহাসড়কের উপর মোটরচালক দুইজন পড়ে যান। এসময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই চিকিৎসক সাইফুল ইসলামের মৃত্যু হয়। অপর মোটরসাইকেল চালক জাহিদুল ইসলামকে মারাত্মক আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মারা যান। নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম জানান, দু’টি মোটরসাইকেল পাশাপাশি চালিয়ে আসার সময় পিছন থেকে ট্রাকে ধাক্কা দিলে ট্রাকের চাপায় সাইফুল ইসলাম ও জাহিদুল ইসলাম রানা নামে দুইজন মোটরসাইকেল চালক মারা গেছেন। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল দু’টি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।।
