ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫

বিদ্যুৎস্পৃষ্টে কোরআনে হাফেজের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি-
সেপ্টেম্বর ১১, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সানাউল্লাহ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের বড় বিল নয়া হাট এলাকায় নিজ বাড়ির উঠানে এ দুর্ঘটনা ঘটে। মৃত হাফেজ সানাউল্লাহ স্থানীয় মাওলানা নুরুল ইসলামের দ্বিতীয় পুত্র ও ভূজপুরের পরিচিত মুখ মাওলানা হাবিবুল্লাহর জামাতা। বিষয়টি নিশ্চিত করে পার্শ্ববর্তী কৃষক মো. নাজিম উদ্দিন জানান, সকালে মাছ ধরতে গিয়েছিলেন। হাত জাল দিয়ে মাছ ধরে ঘরে ফিরে মোটরের তারের সঙ্গে বিদ্যুতায়িত হন। ঘটনাস্থল থেকে তিনি সানাউল্লাহকে উদ্ধার করে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সানাউল্লাহ একসময় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ভূজপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালেক জানান, এলাকাবাসীর মুখে এরকম একটি ঘটনার কথা শুনেছি। তবে বিস্তারিত এখনো জানতে পারিনি।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।