ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫

কাতারে ইসরায়েলের হামলা বাংলাদেশিদের বাইরে না যাওয়ার পরামর্শ

আলোকিত চকরিয়া ডেস্ক-
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

কাতারের দোহায় মিসাইল হামলায় চালিয়েছে দখদার ইসরায়ে‌ল। এমন পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রয়োজন ব্যতীত বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস। কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকেই অনুরোধ করে‌ছে দূতাবাস। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইন বহির্ভূত ব‌লে প্রবাসীদের স্মরণ ক‌রি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। জরুরি প্রয়োজনে 33662000 এবং দূতাবাসের হটলাইন নম্বর +974, ই-মেইল: mission.doha@mofa.gov.bd এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।