ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫

মহেশখালীতে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রান হারাল শিশু

মহেশখালী প্রতিনিধি-
সেপ্টেম্বর ৮, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা সড়কে দুটি ব্যাটারি রিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইমরান হোসেন লম্বাঘোনা এলাকার বাকপ্রতিবন্ধী বেলাল হোসেনের সন্তান।এই ঘটনায় আহত হয়েছে মো. তারেক নামের  আরো একজন। তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী জানান, নিহত শিশু নাস্তা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় দুটি ব্যাটারি রিকশার মুখোমুখি সংঘর্ষ হলে তার একটি উল্টে ওই শিশুকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত হয় ইমরান হোসেনসহ দুজন। তাদের মধ্যে উল্টে যাওয়া গাড়ির ড্রাইভারের সহপাঠী তারেক নামের একজনের পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে শিশু ইমরান হোসেনের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানের পরিবার।হতদরিদ্র পরিবারের এই শিশুর মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।