ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫

চকরিয়ার এহসান বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন লোহাগাড়ায়

আলোকিত চকরিয়া ডেস্ক-
সেপ্টেম্বর ৫, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

লোহাগাড়া উপজেলার থানা এলাকায় হাশেম পার্কের একটি আবাসিক ভবনের ৫ম তলা থেকে বাসা পরিবর্তনের সময় বাড়ির আসবাপত্র পাশে রাখা ট্রাকে তুলতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে এক শ্রমিক মৃত্যুবরণ করেন। শুক্রবার বিকেল আনুমানিক সোয়া ৪ টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. এহসান চকরিয়া উপজেলার বড় ভেউলার ৫ নং ওয়ার্ডের শমশুল আলমের পুত্র।প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লেখিত সময়ে ওষুধ কোম্পানীর জনৈক এসআর বাসা পরিবর্তনের কারণে হাশেম পার্কের ৫ম তলা থেকে তার বাসার আসবাপত্রগুলো নামিয়ে ট্রাকে তোলার জন্য ৪ জন শ্রমিক নিযুক্ত করেন। তারা ৪ জনই মালামালগুলো ৫ম তলা থেকে নামিয়ে ট্রাকে তোলছিলেন। ওই সময় অসাবধনতাবশতঃ নিহত এহসান ট্রাকের উপরে থাকা ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের তারের সাথে লাগলে সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ আমিন তাকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।