ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫

মক্কায় সড়কে রাউজানের যুবকের মৃত্যু

রাউজান প্রতিনিধি-
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় রাউজানের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ১ সেপ্টেম্বর সোমবার সকালে মক্কায় রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট গাড়ি তাকে চাপা দেয়। নিহত শওকত হোসেন ওরফে রাজু (২৪) রাউজান নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়াপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সংসারের হাল ধরার স্বপ্ন নিয়ে প্রায় দুইবছর আগে এসএসসি পরীক্ষা শেষ করেই পাড়ি জমান সৌদি আরবে। গত ১ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার দিকে প্রাইভেট গাড়ি রাজুকে চাপা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে তার মৃত্যু হয়। বুধবার ৩ সেপ্টেম্বর সকালে খবর আসে রাজু আর নেই। খবরটি ছড়িয়ে পড়তেই পটিয়াপাড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া।নিহতের নানা জাফর আহমদ ও প্রতিবেশী ব্যবসায়ী শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, সংসারের হাল ধরতে পড়ালেখা শেষ না করেই রাজু বিদেশ পাড়ি জমিয়েছিল। তার অকালে চলে যাওয়া পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। এরই মধ্যে রাজুর লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।