চন্দনাইশ উপজেলার বরকলে স্বামীর বাড়ির বাথরুম থেকে স্ত্রী সাদিয়া সুলতানা আলভীর (১৯) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার ৩ সেপ্টেম্বর ভোরে তার মৃতদেহ উদ্ধার করা হয় বাথরুম থেকে।এর আগে গত ৩১ আগস্ট রাতে সাতবাড়িয়া পলিয়া পাড়ায় মুক্তা আক্তার (২৬) নামের অন্তঃসত্ত্বা গৃহবধূ যৌতুকের বলি হিসেবে নিহত হয়। একইভাবে ৩ দিনের মাথায় ৩ সেপ্টেম্বর সকালে যৌতুকের দাবিতে মারধর করলে নিহত হন সাদিয়া সুলতানা আলভী। তার শশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য আলভীকে পরিকল্পিতভাবে গলায় ফাঁস লাগিয়ে শাসরুদ্ধ করে হত্যার পর লাশ বাথরুমে ফেলে রাখে বলে আলভীর পরিবারের অভিযোগ।বুধবার আলভীল পিতা-মাতাসহ আত্মীয়-স্বজেনরা আলভীর শশুর বাড়ি পূর্ব কানাইমাদারীতে এসে বাথরুমে আলভীর লাশ দেখতে পেয়ে চন্দনাইশ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত আলভীর লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে লাশ থানায় নিয়ে যায়। পরবর্তীতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার। ঘাতক স্বামী মো. রিজুয়ান (২৫) পূর্ব কানাইমাদারীর মৃত গোলাম শরীফের ছেলে বলে জানা যায়।।
