চকরিয়ায় নোহা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাঁশখালীর যুবলীগ নেতা মনসুর আলম (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর হারবাংয়ের কলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নোহা গাড়ির চালক মো. আরিফ (৪০)সহ ৪ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত মনসুর আলম বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত রফিক আহমদের পুত্র। তিনি উপজেলা তাঁতী লীগের সাবেক সভাপতি এবং যুবলীগের সদস্য ছিল। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ও কক্সবাজারগামী কালো নোহা মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে উভয় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আরিফ নিজে কাছাকাছি আজিজ নগরের একটি ফার্মেসিতে চিকিৎসা নেন। এরপর গুরুতর আহত মনসুর আলমকে চমেক হাসপাতালে নেওয়া হলেও তার আগে মৃত্যু হয় বলে স্বজনেরা জানান। নিহতের মামা নুর আহমদ বলেন, ভাগিনা মনসুর আলম কক্সবাজার বেড়াতে যাবার উদ্দেশ্যে রওনা হলে হারবাংয়ে দুর্ঘটনার কবলে। মাইক্রোর সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে তিনি মারা যান।
