ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫

নানার বাড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলোকিত চকোরিয়া ডেস্ক-
আগস্ট ২৮, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

চন্দনাইশে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে তিন বছর বয়সী শিশু মেহেরাব বিন কায়েসের মৃত্যু হয়েছে। মেহেরাব বিন কায়েস উপজেলার বরকল কানাইমাদারী আদর্শ পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বরকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড তাজুল মুল্লুকের বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটির মামা আকিব বলেন, মেহেরাব মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে খেলার সময় হঠাৎ পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেবযানী বলেন, পরিবারের সদস্যরা মেহেরাব নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।