লোহাগাড়া উপজেলার চুনতি বাজারে সোর্স দিয়ে শতাধিক ফেনসিডিল বোতল পাচারের ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম খান। তিনি বলেন, বৃহস্পতিবার রাতের ঘটনায় এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
