বাইরে গোটা গোটা অক্ষরে লেখা সাইনবোর্ড দেখেও কেনো ইচ্ছে জাগে অনধিকার চর্চার? যেখানে সাধারণতঃ সাধারণের নেই কোনো প্রবেশাধিকার। সেখানে জোর খাটানো এখন আইনতঃ দণ্ডনীয় অপরাধ! সে অপরাধে অপরাধী হতে যেয়ো না। কারণ,এখন প্রবেশাধিকার সংরক্ষিত। পূর্বেই এর মালিকানা অর্জন করে নিয়েছে অন্যজন। সময়ের প্রয়োজনে অরক্ষিত জায়গাটা- এখন ফুলে-ফলে সাজানো এক বাগান। যে জায়গাটাকে মূল্যহীন ভেবে- একদিন ছেড়ে গিয়েছিলে তাচ্ছিল্যের সাথে, ছেড়ে গিয়েছিলে নতুন আশ্রয়ের সন্ধানে। জানি প্রত্যাশা আর প্রাপ্তির সমন্বয় হয়নি। অমূল্য জায়গার সন্ধান করতে গিয়ে নিজেই হয়ে গেলে আজ মূল্যহীন! হয়ে গেলে আশ্রয়হীন! যাকে একদিন আশ্রয়হীন করতে চেয়েছিলো? সে আজ এক স্বপ্নের সাম্রাজ্যের সম্রাজ্ঞী! ভালোবাসার কাঙালিনীকে বিধাতা- দান করেছেন আজ বিশাল এক সাম্রাজ্য…! যেখানে এখন সাধারণের… প্রবেশাধিকার সংরক্ষিত!
লেখক : খালেছা খানম-
শিক্ষক, কবি ও লেখক-
আলোকিত চকরিয়া ডট কম (প্রথম প্রকাশ)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
