ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫

শিক্ষকদের বিক্ষোভে লাঠিচার্জ আটক সমন্বয়ক সহ ১৫

news
আগস্ট ২১, ২০২৫ ২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। তবে একজনকে গুরুতর আহত অবস্থায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার রেফার করেছে কর্তব্যরত চিকিৎসক। অভিযোগ উঠেছে- আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় জুলাই আন্দোলনের কক্সবাজার জেলার সমন্বয়ক জিনিয়াসহ শিক্ষক প্রতিনিধি সাইদুল ইসলাম শামীম ও সুজন রানাসহ কয়েকজনকে পুলিশ আটক।এতে শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত আন্দোলনকারীরা থানা ঘেরাও করে আটকদের মুক্তি দিতে স্লোগান দিতে তাকে।তাদের বক্তব্য আটককৃতদের ছেড়ে দিতে হবে তা না হলে এখান থেকে আমরা নড়বো না। জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সোহেল বলেন, যুক্তিসঙ্গত দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। রাস্তায় যাকে পাচ্ছে তাকেই আটক করছে পুলিশ। তবে আপনারা হতাশ হবেন না, আপনাদের জন্য বড় সুখবর আসছে। আজকে থানায় কতজন বিপ্লবীকে তারা গ্রেপ্তার করতে পারে তা আমরা দেখব। ইতিমধ্যে আমাকে গ্রেপ্তার করার জন্যও পুলিশ পাঠানো হয়েছে। ধৈর্য্য হারাবেন না, আপনাদের বিজয় খুব কাছেই। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় বাংলাদেশি শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন। তবে অর্থ সংকটের কারণে ইউনিসেফসহ কয়েকটি এনজিও সম্প্রতি তাদের চাকরি বাতিল করে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শিক্ষকরা ধারাবাহিকভাবে আন্দোলনে নামেন। এর আগে (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে তারা কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম মহাসড়ক অবরোধ করেন। টানা ১০ ঘণ্টা এই আন্দোলনের কারণে উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে, যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন। চাকরিচ্যুত শিক্ষকদের দাবি, প্রশাসন সমাধানের আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় নি। ফলে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। স্থানীয় শিক্ষক নেতা সাইদুল ইসলাম শামীম সে সময় বলেছিলেন, আমরা দাবি করছি, চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল করা হোক এবং ক্যাম্পে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা হোক।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।